Tatan's Book
এক নিঃশব্দ ঘাতক যাপন
এক নিঃশব্দ ঘাতক যাপন
তাতানের প্রথম কবিতার বই "এক নিঃশব্দ ঘাতক যাপন" কলকাতা বইমেলায় ৬২২ নম্বর স্টলে প্রকাশিত হলো ২০১৬ র আনন্দ পুরস্কার প্রাপ্ত কবি সুধীর দত্তের হাত দিয়ে।
প্রকাশনা সংস্থাকে ধন্যবাদ তাতানকে এই সম্মান দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা(সংযম পাল) কে যে কবিতাগুলো পড়ে এই উদ্যোগ সাগ্রহে নিয়েছিল। আরো বহু কবিতা ডাইরির পাতায় পাতায় যন্ত্রণার সাক্ষর বয়ে নিয়ে চলেছে, হয়তো একদিন সেগুলোও মুক্তি পাবে ওর নিজের লেখা গানের মতোই ছড়িয়ে পড়বে দূর দূরান্তে।